মানুষ হয়ে মানুষকে চেনো না,  
অহংকারে ঢেকে রাখো হৃদয়,  
ধন-দৌলতের মোহে অন্ধ তুমি,  
গরিবের দুঃখ বোঝো না একদম।  

অট্টালিকার গর্বে ভাসো,  
বিলাসিতায় মত্ত মন,  
জানো না কি? একদিন সবই ফুরাবে,  
এই পৃথিবী থাকবে, কিন্তু তুমি না!  

আজ তুমি ধনী, মর্যাদাবান,  
তাই কি গরিবের কষ্ট অচেনা?  
একবার ভাবো, যদি উল্টো হতো,  
গরিবের বেশে যদি জন্ম নিতে!  

তবু তুমি বুঝবে না হয়তো,  
কারণ বিবেকহীন মনুষ্যত্ব,  
পরকালের কথা ভাবো না মোটেই,  
সম্পদেই খুঁজো জীবনের মানে।  

কিন্তু যে দিন বিধাতার ডাক আসবে,  
সব ছেড়ে যেতে হবে একাই,  
তখন তোমার আপন হবে শুধু,  
একটু মাটির ছোট্ট কবরটাই।  

গরিব-দুঃখীরা চিরদিন বঞ্চিত,  
ন্যায্য অধিকার পায় না তারা,  
মানুষ হয়ে মানুষকে অবহেলা করো,  
এ কোন সমাজ গড়েছো বলো?  

কবে মিলবে সবার সমান অধিকার?  
কবে আসবে সেই সুবিচার?  
গরিব হয়ে জন্মানো অপরাধ নয়,  
বরং অন্যায় বৈষম্যই আসল অভিশাপ।