সম্পদে আসে আত্মীয় ভিড়,
দরজায় যেন সুখের তীর।
সবাই তখন আপন হয়,
মুখে মুখে প্রশংসা রয়।

কিন্তু যখন আসে দারিদ্রের দিন,
চেনা মুখও অচেনা বিন।
হৃদয় তখন বোঝে ঠিক,
কোনটা সত্য আর কোনটা ফাঁদরিক।

সম্পদে যারা ভাড়াটে আপন,
তাদের চেনার সময় এই জীবন।
দারিদ্রে যারা পাশে রয়,
তারা-ই সাথী, হৃদয়ের জয়।

সম্পদ হোক বা অভাব ঘিরে,
মানুষ চেনা যায় সময়ের ভিড়ে।
তাই তো বলি, সত্যিকারের মানুষ চিনো,
সম্পদ নয়, হৃদয়ের আলো দিনো।