যেথায় আমি থাকিনা কেন,
নিড়ে কিভা বাহিরে,
তোকেই আমি দেখে রাখি,
মন চক্ষু তোর ভেতরে।

আমার আমি আমিতো নেই,
বিকিয়েছি অমনি চুমুতে।
তারপরও তোর তিল পরিমাপ,
বিশ্বাস নাহি আমাকে।

তুই চিন্তন করলি কিভা?
আমি বিলীন হয়েছি বিচিত্র।
আমার হৃদয় চিনলি না তুই,
দেখলি না সাদা চোখ,
বুঝলি শুধাশুধি তোর চিহ্নের খারাবি।

আমি কিন্তু ন্যায্য আছি,
আলো কিংবা আধারে।
অতঃপর তুই নাহি বুঝিলে আমায়,
আমি বেঁচে থেকেও লুপ্ত।
আত্মাটা যাবে মরে,
দেহটা থাকবে শুধু সুপ্ত।