সুখ তুমি কার হবে, কথা বলো না
কাকে তুমি ধরা দেবে, বলে যাও না।  
ধনীর প্রাচুর্যে আছো লুকিয়ে,  
না আছো মধ্যবিত্তের অভাবে?  
নাকি তুমি আছো বলো গরিবের  
উদর ফাঁকা বেঁচে থাকার আর্তনাদে।  

সুখ তুমি হারিয়েছো কিশোর-কিশোরীর
রাঙা মনে, ভালোবাসাতে।  
না হারিয়েছো যৌতুকের টাকার জন্য  
নিজ স্ত্রীকে প্রহার করাতে।  
নাকি তুমি আছো বলো  
দুষ্ট লোকের মিষ্টি কথাতে।  

সুখ তুমি হারিয়েছো অবলা ধর্ষণে,
না হারিয়েছো ছেলে-মেয়ে হারানোর ব্যথায়,  
পিতা-মাতা বারংবার মূর্ছা যাওয়াতে।  
নাকি হারিয়েছো ধনী-গরিবের বৈষম্যে,  
ছোট লোক বলে গালি দিয়ে  
অহংকারে মগ্ন জগন্ন তৃপ্তিতে।  

সুখ তুমি হারিয়েছো বৃদ্ধ বাবা-মাকে
ফেলে যাওয়া সন্তানের অসুর উন্মাদে।  
না হারিয়েছো অল্প টাকার জন্য,  
জীবন থেমে যাওয়া মধ্যবিত্ত ঘরের সন্তানের।  
নাকি তুমি হারিয়েছো পাগলের,  
পাগলামী করা জীবন পাড়িতে।  

সুখ, আসলেই তুমি কার?
কে তোমায় পাবে বলো,  
কে হবে তোমার?