আমি কৃষক,
আমি বাংলার চাষা,
মাটির গন্ধে মিশে থাকা
লাঞ্ছিত ভালোবাসা।
আমিতো কাকতাড়ুয়া,
ঝড়-বৃষ্টি-রোদের সঙ্গী,
প্রতিদিনের সংগ্রামে বাঁচি
জীবনের শপথ জাগি।
আমার হাতে লাঙল চলে,
মাঠে জন্মে সোনার ধান,
তবু কষ্টে বুক ভাঙে,
থাকে না কোনো সম্মান।
আমি হার মানি না,
আমি অদম্য চাষা,
মাটির টানে বাঁধা পড়ে
সবার দুয়ারে দিই আশ্বাস।
আমি বাংলার প্রাণ,
আমি মাটির গান,
আমার ঘামে পৃথিবী জেগে
খুঁজে নেয় জীবন দান।