ওরে মানুষ, তোরা কি শিখলি,
আকাশের দিকে তাকিয়ে,
কেন পারলি না শিখতে,
মনটাকে উদার করতে।
ওরে মানুষ, তোরা কি শিখলি,
সূর্যের দিকে তাকিয়ে,
কেন পারলি না শিখতে,
মনটাকে সত্যের দিকে অটল রাখতে।
ওরে মানুষ, তোরা কি শিখলি,
বাতাস কে অনুভব করে,
কেন পারলি না শিখতে,
মনটাকে নরম করতে।
ওরে মানুষ, তোরা কি শিখলি,
পাহাড়ের দিকে তাকিয়ে,
কেন পারলি না শিখতে,
নিজের মনটাকে বিশাল করতে।
ওরে মানুষ, তোরা কি শিখলি,
পিপীলিকার দিকে তাকিয়ে,
কেন পারলি না শিখতে,
সবার মনটাকে এক বানিয়ে,
সবাই এক সাথে চলতে।
ওরে মানুষ, তোরা শিখে যা চিরদিন,
পারবি না, তোরা কখনো হতে উন্নত,
মনটাকে ফকির বানিয়েই,
চলে যাবি এ ভব ছেড়ে