তোর মনটা কেমন জানি,
উড়ু উড়ু মন।
মাঝে মাঝে নরের মতো
ব্যবহার করিস কেমন?
তোর দেহটা অবলা,
চিত্ত নরের মতন।
একটু যদি পারিস তবে,
বদলানোটা তোর প্রয়োজন।
মনে রাখিস সারাক্ষণ,
অবলাতে অবলা মানায়,
নাহি মানায় নরের মতন।
তোর দেহ-মন একী কর,
শঙ্কা করিস না।
এতে আরো তোর আকলন হবে,
কমবে না তা একটুও,
শিশির কণা সমপদস্থ।
কথাগুলো আমার জ্ঞাতসারে নিস,
ভ্রম ভাবিস না আমায়।
তুই যে আমার শয্যাসহচর।