ধার্মিক হও, প্রভু পেতে,
আত্মার খোরাক মেটাতে,
লোক দেখানো ধার্মিক হয়ে,
তৃপ্তি কোথায় তোমাতে?
যতই করো পুণ্যের কাজ,
সবই তোমার শূন্য,
পণ্ড হবে ষোল আনাই,
নয়তো কিছুই তোমার।
এই পৃথিবী ক্ষণমণো,
তোমার মতো করেও করো,
ফুরালেই দম, এইতো শেষ,
নিলে কি তোমার জন্য?
তবে জানো, অন্তরে যদি থাকে,
সত্য, প্রেম ও উদারতা,
পুণ্য হবে, কাজের ফল,
জীবন হবে শ্রেষ্ঠ, আসবে শান্তি।