রংধনুর রুপ দেখে বলনা কোন টা তোর প্রিয়,
ভয়ে হয় দিশেহারা, দেখতে চায় না কেহ।
ইদের নামাজে করলো গুলি, মুখে মানবিক বুলি
ধর্ম কর্ম সবাই করবে বলে, চুপে চুপে মানুষ মারে।
মারলো পিঠে ছুরি,সামনে হাত মিলায়ে
কিছু কি করার নেই, যাহারা দেখলো চেয়ে চেয়ে।
নেই একতা, নেই পরোপকারীতা, নেই আদর্শ।
আমি ত আছি সুখে, ঘুমেই থাকি,এতেই সৌন্দর্য।
আসিলে নির্বাচনের সময়, লাগায় দাংগা,
জাতি গত বিভেদ সৃষ্টি করে লুটায় ফায়দা।
না হলে কেহ হামলা চালায় অন্য দেশে,
জাতিকে ডাকতে থাকে দেশ প্রেমিকের বেশে।
লাগায় আগুন খেয়ে ক্ষমতার নুন, মানুষ মারে নির্বিচারে,
মানুষ মারা ধুলা ঝেরে ফেলা, মসনদে বসে এর উপর ভর করে।
লজ্জা নাই অস্থি মজ্জা পশুর চেয়ে খারাপ
ফেরাউন হিটলার আসলে এদের হয় বাপ।