ছোট্ট শিশু-মনিরা যাচ্ছে পাঠশালায়
কাঁধে-পিঠে অনেক বই,
বইয়ের চাপে মনের মাঝে আতংক,
সুস্থ বিবেকবান তারা কই?
নরম হাড় বাঁকা হয় বইয়ের ওজনে,
কেহ আছে পকেট ভরবে কমিশনে,
বই প্রকাশনী ব্যাবসা করবে
এক গাদা বই ছাপায়ে,
কস্ট করবে মোদের শিশু
তাদের এতে কি যায় আসে!
কিছু মাস্টারদের করে হাত
সিলেবাসে বই বাড়ায়,
প্রয়োজন ও অপ্রয়োজনীয় বই
বাচ্চাদের উপর দেয় চাপায়।