নবী বলিলেন নক্ষত্র ন্যায় মোর সাহাবা
অনুসরণ করিলে পাবে পথের দিশা।
তেলে জ্বলে কভু মিশেনা, ফারাক রয়ে যায়
মোনাফেক কতক সাজিলো সাহাবা,নক্ষত্রের ন্যায়।
চাহিলেন কাগজ কালি,লিখবেন অছিয়তনামা
প্রলাপ বকছেন বলে হট্টগোলে উমর কাগজ দিলনা।
দূর দূর করে তাড়িয়ে দিলেন নবীজি উমর কে
সেই উমর আজ সমাহিত নবীর পাশে।
কিসের দাফন কাফন,নবীজি কে রেখে
চলে গেল তারা বনু সাকিফাতে,
কে হবে খলিফা, নির্বাচন করিতে হবে
খলিফা আল্লাহ্ বানান,মানুষ এই দায়িত্ব পেল কবে?
প্রথম যে তিন জন খলিফা হলেন
তাহারা কিন্তু নবীজির জানাযা পাক নাহি পড়েন।
ছয় মাস পরে আসিলেন মওলা আলীর ঘরে
যে ভাবেই হোক,আবু বকরের নিকট বায়াত নিতে হবে।
মা ফাতেমা ছিলেন দরজার কাছে
দরজা ভাংগিল লাথি মেরে,উমরের কি এই কাজ সাজে?
মা ফাতেমা ছিটকে গেলেন পড়ে
সেই থেকে অসুস্থ হয়ে,গেলেন পরপারে।
শিয়া শিয়া নাহি বলে
ইতিহাস যদি পড়ে তারা দু 'নয়ন খুলে!
রাসুল বলেন ফাতেমা আমার কলিজার টুকরা
যে তাঁরে কাঁদায়, সে যেন কাঁদাল মোরে।
নবীজির অছিয়তনামা লিখতে চাওয়া তার কাছে পাগলের প্রলাপ,
এই উমর কে কি বলিবে আলেম সমাজ।