টিকা দিতে যাচ্ছ কই
ওই হাসপাতালে?
কি লাভ বলো
যাবে ত কেহ থাকলে!
স্বাস্থ্যকর্মী আগের দিনে দিয়েছে টিকা
বলেছে নাকি মসজিদে মাইক দিয়া
দূরের লোক শুনতে পায়নি
আসতেছে সব লাইন দিয়া।
টিকা ত জমে গেলো
পরের বারে দিবে সবগুলো
ছোট্ট বাবুর যে জ্বর আসবে
সে কথা স্বাস্থ্যকর্মীদের বলো।
সাতাশ তারিখের টিকা
ছাব্বিশ তারিখে দিয়া
স্বাস্থ্যকর্মী ছিল যাহারা
মিটিং আছে বলে গেছে চলিয়া।
আজ টিকা দিবে
টিকা দিতে যাই
এসে সবে ঘুরে যাচ্ছে
কি হবে উপায়।