সুখে হাসি চেপে
দুখে কান্না
নিজের জন্য নয়
ভাবো অন্যের ভাবনা।

আশেপাশে অসুখী নিয়ে
তুমি সুখের পালংকে
সুখ উপলব্ধিতে পারবেনা
একটু সময়ের অপেক্ষা যে।

অন্যের সুখে অন্যের দুখে
হয় যদি বিচলিত মন  
দেখবে মিলিয়ে তাদের
অনুভূতি তোমাতে প্রতিফলন।