মুখের কথা খুবই দামি
খরচ কর বুঝে শুনে,
হয়না যেন কাহারও ক্ষতি
তোমার মুখের জবানে।

তোমার দ্বারা হয় না ক্ষতি
সেদিকে খেয়াল রাখ,
যেদিকে তাকাই  রুক্ষ সবাই
এসব মানার বালাই নেই কারো।

বাঁশ নিয়ে দাঁড়ায় থাকে
বসবে কখন তুমি
অন্যের ক্ষতি করতে চাইলে
সে টা নিজের ঘাড়েই পড়ে শুনি।

থাকত যদি শুদ্ধ মানুষ
মোদের আসে পাশে,
সৃষ্টিকর্তার রহমত লুটাত
এসে মোদের পায়ের কাছে।