পৌষ ও মাঘ মাসে-
শীত আসে এই দেশে,
চারিদিকে ঘন কুয়াশা
সকাল -সন্ধ্যায় বাঁধে বাসা।

ছোটদের নাই শীতের বালাই
তাদের দেখে শীত যে কই পালায়,
সবুজ ঘাসে শিশির ছোঁয়া
খালি পায়ে তাদের হেঁটে যাওয়া ।

খেজুর গাছে বসে -
পেট ভরায় তাহারা রসে ,
বড়দের শীতে করে জুবুথুবু
ছোটরা করে নদীতে হাবুডুবু।

শীতে নাই ভয়
তারুণ্যেই হবে শীত জয় ।