কি দিব শিরনাম
চোখের সামনে চলমান
ঘটে যাওয়া কত ঘটনা
অন্ধ তারা কি দেখেনা।
করে দেব পরিস্কার
আছে যত জঞ্জাল
মান্ধাতা আমল কার
থাকলে দায়িত্ব হাতে আমার।
নোংরা মনের মানুষ
ভারি করছে মীজান
বাতাস করে ফোঁস ফোঁস
নেই কারো আর হু্ঁশ।
প্রেমের কথা বলে
ডাকিছো বহু কালে
এখন সময় মুগুরের
স্বভাব যাদের কুকুরের।
নির্যাতনের নেই বাকি
হতে তোদের হাতে
শিশু- কিশোরী
মা হতে বৃদ্ধা নারী।
লোহার শিক
গুহ্যদ্বারে ঠিক
গরম করে
দিতাম তোদের ভরে
থাকলে দায়িত্ব আমার হাতে।
জিনিসপত্রে দাম কমা তাড়াতাড়ি
বাজারে গেলে কেনো চুল ছিঁড়ি
দেখবি কি জাতির পাগলামি
সালা তোরা হিংস্র পশু, টাকা পাচারকারী।