রুপের খনি
-আসাদুর রহমান
রুপে রুপালী ঝিলমিলি
সূর্য সোনালী নদীর পানি,
মৃদু তরঙ্গে নাচে হংসী
গায়ে পানি নাহি মাখে।
রপ হেরি মজিনু ঘোরে
প্রকৃতির রঙে এত কি খেলে,
সর্প আসে ভেসে ভেসে
হিংস্র বিষ কি তব এরই মাঝে।
সকালে এক রঙে
বিকেলে অন্য ঢংয়ে,
সে কি চায়, নিজে তব নাহি জানে।
প্রকৃতি রঙ বদলায় ক্ষনিক বাদে বাদে।
এলো নিশিথ রজনী
কিচিরমিচির শব্দে পাখি,
দূরের বনে মিটিমিটি আলোয় জোনাকি,
বড় চোখে চেয়ে চেয়ে হুতুম পেঁচার ঘুমপাড়ানি।
শব্দ নেই, আকাশে তারার মেলা
বাঁশ ঝাড়ের উপরে জ্যোৎস্নাময় খেলা,
ডাহুক পাখি ডেকে চলে,
নদীর ওপারে শিয়ালের ঝাঁক মেলে।
এই রাতে কত কি হচ্ছে
কার খবর কে রাখছে,
একরাতেই পালটে যায় যে কত কিছু,
ফজর হয়ে এলো, যায় সময় পিছু পিছু।