রোদ - বাতাসে খোলা মাঠে
আগের মত নেই হৈচৈ,
বাচ্চারা এখন ঘরের ভিতর
খেলা করে ঠিকই।

খেলা আছে ধুলা নাই,
তাই তো খেলাধুলা টা খোলা মাঠে চাই,
রোদে পুরে বৃষ্টি তে ভিজে
করুক দুরন্তপনা,সেটাই দেখতে যদি পাই।

থাকে যদি সারাদিন ঘরের ভিতর,
রোদের আলো  মাথায় না পড়লে-
বাচ্চাদের মস্তিষ্ক কি করে হবে প্রখর!