জাম গাছ,কাঠাল গাছে ঘেরা
মোদের প্রাথমিক বিদ্যালয় সেরা
বিদ্যালয়ের মাঠে আছে এক কৃষ্ণচূড়া।
কতদূর হতে ধুলো মাখা পথে
হেঁটে আসে ছাত্ররা একসাথে
কয়েকটি গ্রাম মিলে বিদ্যালয় একটা যে।
নতুন বছরে নতুন বই
পেলে সকলে কি খুশি হই
সেই দিন গুলি আর পাবো কই।
মলাট লাগিয়ে দেখাত একে অপরকে
বাবা আমার লিখে দিত নাম সুন্দর করে
বলতাম সকলে কার টা বেশি সুন্দর রে।
বিরতির ঘন্টা পড়লে
আর মোদের আটকায় কে
মাঠে আসি একদৌড়ে।
দাড়িয়াবান্ধা,গোল্লাছুট কত খেলা
খেলতাম সকলে, দেখে মনে হত মেলা
পায়ে সাদা হত মেখে ধুলো ময়লা।