কপালে কালো দাগ আছে, আছে পায়েও,
এরা নামাজী,এক দেখাতেই বলে দিও।
আরও বলছি শোনো,ঘন লম্বা দাড়ি
গড়িয়ে গড়িয়ে পড়ে অযুর ও বারি।
এরা নামাজী। দায়েমি নয় ওয়াক্তি।
দেখ ত ভালো করে দর্পনে,
কিছু দেখা যায় না এদের গর্বে,
এ যেন শুধু ঔষধের নাম মুখস্থ,
ঔষধ কিনে করেনা উদরস্থ।
নামাজ আছে, নেই ভ্রাতৃত্ব,
এ নামাজ দিয়ে কি হবে,দূরে চলে গেছে হতে উদ্দেশ্য।
নেই একটু সহ্যশক্তি, হিংসায় ভিতর ভর্তি,
আরে অন্যের স্বার্থে কিছু ছাড় দে, আশেপাশে ফেরেস্তা দেখতি।
ভুল বুঝেছেন নাকি? ফেরেস্তা বলতে আসমানি দূত নয়
আরে বলেনা সবাই, লোকটা খুব ভালো যেন ফেরেস্তা,মানুষ নয়।
ভালো লোকের সমাগম অনুভবে
স্বার্থ দেখিলে কিভাবে বুঝিবে।
ওয়াইল দোযখ, নাম শুনেছ কি?
কারা যাবে সেথায়, পরসমাচার কি?
নামাজে যদি আসে মনে প্রশান্তি, অন্তরে আল্লাহ ভিতি,
রিপুর তাড়না যায় যদি মরি,
তোমায় তবে কুর্নিশ, তুমি নামাজী।