করছে হা-হুতাশ
উঠছে নাভিশ্বাস-
অবস্থা নয় ভালো
চারপাশে শুধুই কালো।
চেয়ে থাকে হা করে
খাওয়ার তালেই থাকে
পরেরটা লুটতে ভালোই লাগে
প্রতিকুল বাতাস এখন পালে।
উপকারে নাহি কভু
ওয়ারিশের ভাগ চাই তবু
জীবত থাকতেই এত কিছু
লেলিয়ে দিচ্ছে মৃত্যুকে পিছু।
নিয়ে যেতে পারবি কি
গলায় ঝুলিয়ে সম্পত্তি
ঐ মাটির গোরস্থানে ?
সেথায় ডান্ডাবেরি লাগাইয়া
ম্যাইরের দাগ দিবে আস্তিনে ।