রোদের তপ্ততা, কর্মে ব্যাস্ততা,
অভ্যস্ততা জীবনের বাঁকে বাঁকে,
টমেটো বর্ণ বদনে,কি সজীবতা জীবনে
বলে মুখে লোকজনে।

বিলাসিতা করে অভিমান,
আসবেনা কখনো এই জীবনে,
সেই ত সুখ, কস্ট মুখি চওড়া হাসি
মুক্তি নেই ভোগে,পড়বে তবে ফাঁসি।

দোযোখে কস্ট ভোগ, বেহেস্তে নাকি সুখ,
সবই ভোগ,ভোগেতে নেই স্বাধীনতা।
পাই যদি তাঁরে, যে আছে মোর রুপে রুপ ধরে,
মোর রবের দিদার, তবেই বুঝি মুক্তির বাতাস ঝরে।