এত পর্দা ভেদ করে দেখব কেমনে তারে,
নিজে নিজেই বানায় দেয়াল,বেশ উঁচু করে।
হিসাব কষে-
রাত্রি শেষে,
একাত্মবাদীর মানে সে ত বুঝতে নাহি পারে।
নাই কিছুই তিনি ছাড়া,
তুমি আমি কে বা কাহারা,
সবাই মিছে
বন্ধনে পিষে
দেখি এক আকাশে অসংখ্য তারা।
এসেছি তাহার হতে, যাব তাহার কাছে,
শূন্য শূন্য অনেক দেখায়, মাঝের বয়সে,
শুরু ছিলো
শেষ হলো
এক ও অনেক গোল মিলিয়ে পাছে।
থাকিবে শুধুই রবের চেহারা, সব হবে ফানা
রব তাহার সাথেই আছে,দেখাই পেলনা,
চোখ খুলে
কানা হলে,
এতো কস্টের হবে ভিষণ যন্ত্রণা।
লোভ লালসা মায়া ছেড়ে, মুর্শিদের চরনে
মুক্তির স্বাদ পেল একটু একটু করে,
আমার রুপ
তাহারাই রুপ
এক তত্ব ধারণ করে,নিজের স্বাধীনতা ছেড়ে।