পরশ পাথর কে ছুঁড়ে মেরে
জগদ্দল পাথর ভেবে দিলে সরিয়ে
বৃস্টি শেষে সব ধুয়ে মুছে যাবে
আর হেলা করিও না তাহারে ।
অবহেলায় অবহেলিত যে জন
সে জানে হেলা করার ব্যাথ্যার ওজন
হয়তো ব্যাথ্যা ভরা মুখে নিশ্চুপ সে জন
সে পরশ পাথর হলে করে নাও আপন ।
রোদ-বৃস্টির এ খেলা ঘরে
শুকনো- সিক্ত তনু মনে
কখনো জোয়ার কখনো ভাটার টানে
আমাবশ্যা -পূর্নিমা এ মনে খেলা করে ।