লেখনীর সময় চলে যায় স্রোতে
বৃষ্টি দিনে মেঘলা বারিষ,
ডাকে মোরে গভীর ও রাতে।
কিছু লেখ মোরে নিয়ে
বেদনার এই অশ্রুপাত শুধু কবিই বোঝে,
লেখ আকাশ কাঁদে, বড় ব্যাথার ঝড় তার বহে।
গাছের পাতায় রাস্তা গেছে ঢেকে
মানুষ যাচ্ছে পিষে,ব্যাথায় ওঠে না ডেকে,
ও যে নরম,তাই নেই মর্মর ধ্বনি যে।
নরম পেলে মানুষেরে,পিষে প্রকৃতি
নিসঠুর যত জীব জানোয়ারে।