যখন আত্ন চিত্তে ঐ উচ্চ পর্বত শৃঙ্গ,
তখন সংগীত সুর বাজে তাল যেন উচ্চাঙ্গ।
যখন ঘন কুয়াশায় শীতে আচ্ছন্ন,
তখন বিষাদের পাহাড় বুকে,এক মূর্তি, যেন সে বিষন্ন।
জল চলে নিরবধি নীচের দিকে,
চুনাপুঁটি ধরে রাঘব বোয়াল দেয় ছেড়ে।
মস্তিষ্ক মূর্খের সাথে থেকে,
অকেজো র্দুবল হয়ে,জাত গেছে ভুলে।
ভালো সুপ্ত,খারাপ প্রকট,মাঝে তুমি লুপ্ত-
প্রকটকে প্রচ্ছন্ন করে সুপ্ত কর জাগ্রত।
মুক্তি পেতে চাই, বারবার যেন ফিরে না আসি এ ধরায়,
কর্ম আমি করে ভাগ্যগুণে,উচ্চতর তখন, দয়া যদি পাই।