বালুময় বহুতল প্রাসাদে বসে-
অপেক্ষার প্রহর গুনছে কখন পরবে ধসে?
বাস্তবতা হাত গুটিয়ে মিটিমিটি হাসছে
পরীক্ষা চলছে, কস্টের পাথরে যাতা দিয়ে যাচ্ছে ।
আপেক্ষিক ভাবনা মরে গেছে
সামনের বাস্তবতা তাই উপহাস করছে ।
পারিবারিক অভাব -অন্টনে নুনের ছিটা
সমাজের কু-নীতিবানগণ কেড়ে নিতে চায় ভিটা।
অসহায় মুখগুলো আজ একাকার
ঈশ! যদি থাকত অর্থের ঝংকার ।
কত সপ্ন উড়ছিলো মনের আকাশে
আজ তা ভেংগে চুরে খানখান হয়ে গেছে ।
এই মৃত মনে দুরে দেখে পানির নিশানা
তৃষ্ণা মেটাতে ছুটে চলছে ,পায়না পানির দিশা।
এইভাবে হারিয়ে যাবে কি নবীনের স্বপ্ন-আশা?
অসহায় মুখগুলো ছেড়ে সে যাবেনা,তাই-
একরাশ হাই তুলে ,গা ঝারা দিয়ে বলে আল্লাহ ভরসা।