শুকনো ঘাসের হলুদে
খুঁজে পাবে কোন চাপা কস্ট,
নিজের মূল্য যদি বুঝতে
যুবক ভাই হতে না আজ নস্ট।
উপকারী গাছের ছাল
নিলো সবাই তার দরকারে।
তুমিও হয়েছে ব্যাবহার
তাই তো নেশার কাঠি তোমার হাতে।
যুবক তুমি বৃদ্ধ হতে
আর ত বেশি কাল নেই,
মুক্তি পাবে অবশ্যই
মরীচিকার পানে না ছুটলেই।
কাল কি হবে
কে জানে তার ঠিকানা,
নস্ট করে যাচ্ছ সময়,
নিজেকে আর অবহেলা করোনা।