মাহে রমজান ,মাহে রমজান-
যাহারা পেয়েছে ,তাহারা কত যে ভাগ্যবান।

শুকরিয়া খোদার তরে-
রাখিও শয়তান কে দুরে সরে।

পাপীদের মুক্তি দিতে করেছ মেহেরবান,
আবার পেল যাহারা পবিত্র মাহে রমজান।

রোজা  রাখি খোদা শুধু তোমারই তরে,
পাই যেনো তোমায় দুনিয়া ও আখিরাতে।

দয়াল নবী ও আলে নবীগণের ওপরে
শান্তি বর্ষণ করো মালিক,
যেভাবে শান্তি দিয়েছিলে ,
ইব্রাহিম নবী ও তার পরিবারের ওপরে ।

শবে কদরের রাতের মান
তালাশ কর এই রমজান
এতে আছে আলে নবীর শান।