গাঁয়ের কুকুর খেয়ে মুগুর
গাঁয়েই ঘুরেফিরে -
পেট ভরুক আর না ভরুক
যায় না তবু গাঁ ছেড়ে।
দেশের সম্পদ যায় বিদেশে
আংগুল ফুলে কলাগাছ হলে,
এদেশে গলা অবধি খেয়ে
ভাগ বসাবে চুরির মালে।
বৈধ কিছু নয় তবু চুপ করে রয়
চুপের মাসুল তোমায় দিতে হবে
মোদের সম্পদ লুটে যায়
চুপ করে থেকে পাবে শতকরা হিসাবে।
তোদের থেকে কুকুর ভালো
যায় না গ্রাম ছেড়ে
দেশের সম্পদ মেরে -
সালারা বিদেশে অট্টালিকা গড়ে।