রোজাদার ভাই,
দয়া করে আমার বাড়ি এসে
ইফতারে বসে যাই।

রোজাদার ভাই,
তোমাকে সাধ্যানুযায়ী
ইফতার করাব ভাই।

আমার মালিক খুশি হোক
এটাই আমি চাই,
আসেন ও রোজাদার ভাই।

মানুষকে খাওয়ালে
আল্লাহ পাক এত খুশি যে
বোঝানোর উপায় যে নাই।