ক্ষুরধার কলম তাহার
বাবুদের বুকে ধরাতো কাঁপন।
জেলে দিলো, অত্যাচার করিলো
বন্ধ হয়নি তব লেখনীর তীব্র ঝাঁকন।
ঝাঁকড়া বাবরি চুল রেখে
করেছেন সুন্নত পালন,
কাফের কাজী বলে ফতোয়া দিয়েছে
পড়ে তাহার সুফি নিগুঢ় শুদ্ধ বচন।
আহ! কি লেখনী
মধুর প্রেমে স্রস্টার গোলামী,
নিজেকে চিনিলেন,বলিলেন প্রকাশ্যে
আপনাকে আজও মোরা ভুলিনি।