আহাদ নুর হতে আহাম্মদ নুর আলাদা হলো
সেই নুরেতে মোহাম্মাদ নবী ও মওলা আলী একত্র ছিলো।

খোদা হইতে জুদা আহম্মাদী নুর
সেই নুরেতে মিশে আছে নবুয়ত-বেলায়াতের সুর।

তোমরা যতই কাফের বলো মোরে
জেনে রাখো রাসুল প্রেম মোর অন্তরে ।

নুর নবীজীর প্রেমে আমি মতোয়ারা
শিরিক -বিদাত যেটাই বলো কুছ নেহি পরোয়া ।

কোরান মানো ,আহলে বায়াত পাকের সংগো করো
হাউজে কাওসারে যেয়ে আল্লাহর নবীর দিদার করো ।

তোমরা নামাজ পড়ে বেহেস্তে যাবে
হুর পরী কত কি পাবে!

কোরানেতে বলেন আল্লাহ,আছে মোর খাস বান্দা
হার রিয হইতে মুক্ত তাহারা।

তাহাদের করিলে ধারন অন্তরের অন্তকরণ
তুমিও হইবে পবিত্র একজন।

দেখিবে তখন হুরের রুপের খেলা
তুমি আর সে নয় যে দু পেয়ালা ।

তোমাতে বিকশিত হবেন যিনি
হুর রুপে সামনে তিনি ।

আহলুল বাইতি ও কুরবা শব্দ দ্বারা
কাদের কে মহব্ব্ত করিতে বলিলেন -দেখনা তোরা ।

আহলে বায়াত পাকের তরী
হবে মোদের পাড়ের ও কান্ডারী ।

মহব্বতে নুরের বংশ ধারা
ওয়াজিব করেছেন স্বয়ং রাব্বানা ।

প্রেমের মদিরা হাতে
দিওনা ফতোয়া তাতে ,
আমি যে মুর্শিদ প্রেমে ফানা ।