দয়াল নবীজি আপনার শানে-
উচ্ছাস প্রকাশ করিতে মন টানে,
ভাবি আমি মনে মনে,
সাধ্য কি আছে আমার -
নবীজির শানে কিছু লিখিতে।
মাঠের ধারে গবাদিপশু বাঁধা,
তাহার পিঠে খেলা করে দেখো-
ইঁদূর ছানা।
বিড়াল কে দেখিয়া
গর্তে যায় লুকায়া
বাহিরে আর আসেনা।
কে শিখালো গো তারে?
এত বড়ো পশুর পিঠে -
করলে খেলা কিছু বলিবেনা,
পুচকে বিড়ালা দিতে পারে হানা।
সমস্ত জগতের জন্য রহমত স্বরুপ
আমার দয়াল নবী মোস্তফা ,
নবী বিনে কে জ্ঞান দান করিবে
মন ভেবে কুল আর পায়না।
মানুষের জন্য এসেছেন নবী,
বনের পশু প্রাণী তাহাদের তরে কি?
দেখ মাহমুদ হাতী সেজদা করে -
সেজদা করে গাছপালা,
মানুষ হইয়া দয়াল নবীজির শান
বুঝতে চেস্টা করিলেনা।
২৬/০৪/২০২২