এসো গাছগুলো কাটি, রাস্তার দু'ধারে আছে যত সারি সারি,
ক'দিন পরে নির্বাচন শুরু,গাছ বেচে ভোটের খরচ দিব পারি।
ক'মাস বাদে হঠাৎ ভীষণ তাপ দাহ হলো শুরু,
বুক ফুলিয়ে এসির নীচে নেতা, হয়না তাহারা লজ্জিত বা ভীরু।
মঞ্চে বক্তৃতায় তাহারা প্রধান অতিথি,
কথায় শুধু মিথ্যার ফুলঝুরি,
গাছ লাগান বাড়িতে বা রাস্তায় ইঞ্চি ইঞ্চি জায়গায়
গাছ কাটা দেখলে ধরিয়ে দিবেন,দিবেন তারে সরকারি কব্জায়।
মনে মনে বলে শ্রোতা সকল, তোদের মত কীটই আসল
তোদের দিলে ধরিয়ে, গুস্টি সহ করিবে কতল।
বিদেশীদের কারনে জলবায়ু পরিবর্তন হচ্ছে
আমরা কিছু ক্ষতিপূরণ আদায় করেছি,আরও হবে।
আচ্ছা মশাই এই ক্ষতিপূরণের টাকা কোন হান দিয়ে ঢুকে কোন হানে যাচ্ছে?
অশিক্ষিত বেটার প্রশ্ন দেখ, চোখ খুলেছে, দে তারে জেলে ভরে।
জেলে হলো অসুস্থ, চিকিৎসা সরকারি,
কদিন বাদে মারা গেল, পরিবারের চিতকার গগণ বিদারি।
প্রশ্ন করিলো কেন? প্রজাদের কি প্রশ্ন করা সাজে?
এইটারে দিয়ে সকলকে দে বুঝিয়ে দে।