দেখিতে দেখিতে আমার চক্ষু যায় জুড়ায়া
শীতল হলো নয়ন জোড়া-
ওরশ উপলক্ষে সংযম করিয়া।

তরীকা আমার কাদরীয়া,
বছরে একবার ওরশ করি -
তফিস পাগলা চানের বাড়ি গিয়া।

সুদূর বাগদাদ হইতে আসিয়া
সৈয়দ আতাউর রহমান শাহ বাবা -
ফায়েজ দিলেন কালো শাহ ফকির বাবাকে, স্থান মানিকগঞ্জ, সাটুরিয়া।

ওরশে যাইবার নিয়ত করিলে
দমাইয়া রাখতে কেহ নাহি পারে,
সামান্য বলিলাম বাবার কেরামত খানা।

নামের তালে দমে দমে যখন থাকি স্মরণে
হাঁটিলে পথ হইয়া যায় ছোট
আমার জীবনে ইহা পরীক্ষিত।

জিকির করো নিরিখ ধ্যানে
বিজলি চমকে দুই চোখের কোনে,
নুরের খেলা সকলে ত বোঝেনা।

দয়াল তফিস চান,করুনা করে
হরদম রয় আসাদের ধ্যানে,
গুরু বীণে যে রক্ষা নাই রে।