চারিদিকে চুপচাপ ,শুনশান নিরবতা
তোমরা অপব্যবহার করছো ক্ষমতা ।
ক্ষমতা নয় চিরস্থায়ী বন্ধু
মরিচীকার মোহে ভাবছো সিন্ধু ।
রৌদ্র ঝলমলিয়ে উঠবেই উঠবে
যৌবনের ত্বেজে ঠেলা বুঝবে ।
সোনালী সেই আভা মনে-
ফুটেছে ,কখন আঘাত হানে ।
এতো নিস্ঠুরতা দেখালি যখন
প্রতিঘাতের অপেক্ষায় থাক এখন।
এইতো ডানে- বায়ে বুঝি
এলো তোদের ধরতে টুটী।
পাহাড়ের পাদদেশে করলে চিতকার
ফিরে দিবে সমান হুংকার ।
ফুলের তোরা নিয়ে গেলে
ফিরে নিয়ে আসবে নাগ্রহিলে।
তেমনি যাহা দিচ্ছ মোদের
ফিরে পেতে হবে তোদের ।