আগুনের কালো ধোঁয়া ,
        বাতাসে উড়ছে ছাই,
এই তপ্তময় দুপুরে
       পানি ঢালছে সবাই।

সবকিছু পুড়ে একাকার
     তখন আসছে তাহারা
সবাই করছে ধিক্কার
অগ্নিদমন বাহিনী সালারা।

অনেক ভাল কাজ
  কেহ মারা যায়
তবু রটেছে আজ
বসে বসে খায়।