কি ভেবেছে কি?  
নিয়ম কানুনের তোয়াক্কা নাই-
এসব হচ্ছে কি?
জবরদস্তি  করে একজন কাটাল দুই যুগের বেশি,
ভয়ে পালিয়ে গেল, যদি বিচারে হয় ফাঁসি,
তোর বিচার করার সময় টা ব্যয় করাও দেশের ক্ষতি,
ধরে আলকাতরা মেখে,কবরে এখন থাক শুতি।

আর এখন মুক্তির আলোক রশ্মিতে নাকি দেশ,
যা হোক, আসল কথায় ফিরে আসি এটাই বেশ।

শোন তোমাদের কর্মযজ্ঞ মেরা পছন্দ নেহি হোতা হায়,
হিন্দিতে বললুম, এটাত তোমাদের পেয়ারা দাদা ভাই।
একে একে সাধারণ মানুষ মারি,
ফাসায় রাঘব -বোয়াল,
চৌকিদার কে দেয় কর্নেলের বন্দুক,
তুম ভি হামারা কোতোয়াল।

সেই কোতোয়াল দিল জন্ম ভূমি বেচি
নেই আক্কেল জ্ঞান, আগে হাম ভি ত বাঁচি।
বাংলার স্বাধীনতা অস্ত যায় তখন ই
সেনাপতিরা করছে যখন গাদ্দারি।
নবাব সিরাজ  হতে বর্তমানে ইউনুস
সকলে প্রধানের সেনাপতিরা,
তাদের দেখে কি যে হয়, একটু পর পর মুত।

নিজ দেশের ত্যাগি জন উচ্ছিষ্ট থেকে যায়
পাশের দেশের মুলা দেখে, নিজে দেশের গাধারা ছুটে যায়।

কি স্বাধীন মোরা!দেশের শিরায় শিরায় ভীনদেশী,
তার চেয়েও খারাপ, তাদের দালাল, রয় সেবক সাজি।

হঠাও তাদের, নইলে তুমি ও যাবে,
কি যে হচ্ছে, কে কারে বসায়,
বনে গেলে সবাই বাঘ সাজে।

ওটার মত বিচারের প্রক্রিয়া হবে এক
লাগায়ে আলকাতরা আর দেশদ্রোহীতার ট্যাগ,
কি যে মজা আন্ধার দেশে য্যায়া দেখ।