হি হি হি হা হা হা-
দেখে নেব তাহারে ,
যা এখন তুই চলে যাহ ।

ঠাট্টা বিদ্রুপ ভরা চোখে মুখে,
বলে দিয়ে এসেছি নালিশ
এবার সালা বুঝবে ।

বাহির বাহিরে টায়ারে আগুন
কি হলো কোথা হতে একদল মিছিল
সব দাদা বাবুর কারিশমাটিক গুন।

এই বাড়ির মালিক কে? হ্যান্ডকাফ লাগাও
তোমার বাড়ির সামনে দাংগা কেন ? বুলাও ,
ছালা জানিনে বলে, রিমান্ডে লাগাও ।

ভূয়া খবর যাচ্ছে ছেপে,
পা চাটা মিডিয়া উঠে পরে লেগেছে ,
নাশকতার পরিক্ল্পনাকারি ভদ্র বাবুকে ধরে নিয়ে গেছে।

ঘৃণায় গা রি রি করছে
দাদারা এতো মিথ্যুক আর হিংস্র ,
তারা  মোদের উপহাস করেই যাচ্ছে ।

জ্ঞানবুদ্ধিহীন মিরজাফর জাতি ভেবে -
সরল মোদের ফেলছে মিথ্যার ফাঁদে,
উপহাস করে বলে ব্যাটারা আবার শিক্ষিত হবে !