মাটির গর্ত খুঁড়ে
অট্টালিকা গড়ে,
বাড়ছে দিনে দিনে
প্রতিটা শহরে।

মাটির নিচে ফাঁপা
ভুমিকম্প যখন দিবে চাপা,
কিছু করার নেইরে ক্ষ্যাপা।

ভালো আছি কু্ঁড়ে ঘরে
বেশি ভয় ঢাকা শহরে,
সময় থাকিতে যাও সরে
অফিস আদালত নেও ঢাকার বাইরে।