নির্মল বাতাসে হৃদয়ে প্রশান্তি আসে,
প্রশান্ত মন,পাখি হয়ে উড়ে চলে স্বাধীনতার আকাশে।

কত পাখিদের সাথে দেখা হলো
একটা পাখি তাহার মনে ধরলো।

নিশ্চুপ থাকে আনমনে ভাবে
দেখতে কি অপরুপ লাগে।

বসতে পারি আপনার পাশে
কোন জবাব নাহি আসে।

হার না মানে তাফিমুল
পাখিটির পাশে করে চুটুল বুটুল।

দেখি তাহার বসে পাখি কি আসে!  
অপেক্ষায় থাকে মাসের পর মাসে।