আজিম কুরবানি ভুলে মোরা
ছোট কুরবানিতে দিশেহারা -
লক্ষ্য থেকে সরে গেছি যাহারা ,
প্রতিযোগীতা করিও কার পশু সেরার সেরা ।
লাভ নাই রে পথ ভোলার দল
মাথা দিতে পারবি? বল তোরা বল ।
হোসাঈন আলাইহিস সালামের শির
আজিম কোরবানি ইহাই,প্রকৃত বীরের বীর ।
বকরাঈদের গোস্তে জিহ্ববা হতে লালা ঝরে
হাঁড়ি হতে গরম গরম দে তুলে,
গোস্তের ঘ্রাণে বাতাস মৌ মৌ করে
ও দিকে রক্ত- আবর্জনার দুর্গন্ধ বাতাসে ছড়ে।
মনের পশু বনের পশু চিনলনা যে জনে
বকারাইদে গোস্ত খেতে শুধু সে জানে-
কুরবানি কি তার জীবনে ঘটে!
নিজেকে বিলীন করে নিঃস্বার্থ জনে ।
কোরানেতে দেখো খুলি -
ইসমাইল নবী বাচিঁলেন,
বিনিময়ে আজিম কোরবানি,
কারবালা কে স্মরণ করি ।
হাদিসে শুনি ,
আমা হতে হোসাঈন ,হোসাঈন হতে আমি ,
হোসাঈন আঃ শহীদ না হলে বাচিত না ইসমাইল নবী
সেই নবীর বংশ হতে আসিলেন মোহাম্মাদ সঃ নবী ।
মালিক। কি সেই আজিম কুরবানি?
আরজ করিলেন ইব্রাহিম নবী ,
আকাশের পর্দা খুলে দেখালেন আল্লাহ পাকে
একে একে হচ্ছেন শহীদ কারবালার ময়দানে ।
কি দুধের শিশু আলী আসগর !পুরা নবীর বংশধর
একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে কারবালার প্রান্তর ,
এক ইসমাইল নবী বাচিঁলেন যাহাদের দ্বরুন
তাহাদের ও একটু স্মরণ কর।
সেদিন ইমাম হোসাইন দিয়ে শির-
আনিলেন দুম্বা উম্মতে মোহাম্মাদির ।
বাচিঁলেন ইসমাইল নবী,
সেই খুশিতে তোরা আজ বকরাঈদ পেলি।