ভেবেছিনু তাহারে
    রাখিয়াছে মোরে
বিশ্বাস করে-
তাহার হিয়ার ভিতরে।

আপনার চেয়েও আপন করে
     রেখেছি তাহারে
আমার হৃদয়ের ও গভীরে।

আছো তুমি অন্তরে
    রেখেছি যতন করে
শুধু মাঝথেকে তুমি
   ফেলে দিয়েছ মোরে।

আমি জানি আর আল্লাহ জানে
যতই সন্দেহের বাসা বেঁধে
থাকুক তোমার অন্তরে,
একফোঁটা ছিটা পানি
লাগবেনা মোর গায়ে।

থাকবে তুমি মোর বিশ্বাসে
  ওপার হতে যত অবহেলা
আসে আসুক মোর পানে।

পড়ো না ইবলিশের জালে
থাকতে চাই হাতে হাত রেখে।