অন্ধকারে পথ চলি না পেয়ে আলো
হঠাৎ করে ঝকঝকে বিজলী যে চমকালো।
সেই আলোয় দেখে নিলাম মোর সারথি
কিরে বোকা কি বুঝে চললি, সাথে নেই যে বাতি।
এই পথ ধরে কত কাল ধরে
হেঁটেছেন আপনি, আমি কি দেখিনি!
চেনা পথ আপনার, হোক ঘন অন্ধকার,
ঠিকই মঞ্জিলে উপস্থিত হব, আপনি আর আমি।
ঠিক চিনেছ, চেনা পথে পথিক যিনি
জ্ঞান আলোয় পথ চলেন তিনি,
চাহিল যখন সরল সঠিক পথ
আল্লাহ পাক বলিলেন সেই পথে চলো
যে পথে মোর নেয়ামত প্রাপ্ত বান্দারা গেলো।
সেই বান্দাদের পথে যেতে অনেক বাঁধা
সকলেই যেতে পারেনা,জান সেখানে কে বসা?
সিরাতে মুস্তাকিমে আছে বসে ইবলিশ,
বেদাত-শিরিক বলে মগজ ধোলাই করে বলবে,
ওই দিকে ভালো মজলিস।
বেশিরভাগই আসবে ফিরে সেরাতে মুস্তাকিম হতে,
গুটি কয়েক যাবে, নেয়ামত প্রাপ্ত বান্দাদের ভালোবেসে।