বিষ দিয়েছে নিজের দেহে,মরবে তবে ধীরে ধীরে।
কে? কে? কে বিষ দিয়েছে? সে নিজে!
বল কিভাবে পারলো নিজের দেহে বিষ ঢুকাতে!
যদি ঢুকায় তবে সেটা অজান্তে,জ্ঞাতসারে নয়।
অজ্ঞাতসারেই হোক, বিষ ত বয়ে চলছে নিশ্চয়?
তা ঠিক বলেছ মশাই,সেখানেই ত ভয়।
কিন্তু তুমি বুঝলে কিভাবে?
নিশ্চয় তোমার কারসাজি?
থামুন থামুন, ঢের হয়েছে সন্দেহ বাজি।
রেগেমেগে এলোপাতাড়ি দিল যখন কিল-ঘুষি,
বিষ বলছে তবে-"তোর শরীরে একটা বাসা বাঁধি।"
অন্যের সুখে করিলে হিংসে -
ভরে যাবে শরীর বিষে।
রেগে থাকলে হও তবে শান্ত -
বিষ তৈরি হচ্ছে দেহে,নিজেও জানো নাকো।
রাগ-হিংসা নয় ভালো,
সুস্থতা চাইলে এসব পরিহার করে চলবো।
২০/১০/২০২২