মনের খেয়ালি ছলে
যাচ্ছি কিছু বলে।
যদি পায়ে লাগে
তবে ঢিল নয়,
পুস্প অঞ্জলি হবে।
কত কণ্টকময় পথে
হেঁটেছি, জানো ব্যাথা পাইনি।
ব্যাথা পেয়েছি তোমাদের আচরণে।
জন্ম কেনো মোর মানুষের ঘরে?
না হলে ত-
যেতে হতো না মানুষের দ্বারে।
সুফি পীর মশাই বলিয়াছেন-
আরে কাবা ত ইব্রাহিম খলিলুল্লাহর তৈরি,
আর মানুষ আল্লাহর সৃষ্টি।
তোমার খেলনা পুতুল দিলো কেউ ভেংগে
তবে কেনো কস্ট পাও ওহে খেলুড়ে?
তৈরি করোনি তুমি,তবু ব্যাথিত করেছে।
আল্লাহর সৃষ্টি মানুষকে কস্ট দিলে -
আল্লাহ বুঝি খুশি হন! তাইনা?
তাই তো, সবাই ব্যাস্ত আল্লাহকে খুশি করতে।
অপমানিত লাঞ্চিত যাই করো ভাই,
মানুষ হয়ে জন্মেছি,
তাইতো তোমাদের কাছে আসি - যাই।
উচ্চতায় তোমরা আকাশ সমান
আমি ত নীচু ধুলা বালি,
আমার পাণে দেখিবার ইচ্ছা করলে
মাথাটা যে নীচু করতে হবে।
মানুষ রতন ভুলে খোদা ভজন,
হাহাহা উচ্চ হাসি পায় তখন,
কি জানি কি বলে এই মন।
তোমাদের ছেড়ে যখন যাবো দূরে
তখন যদি বলো,
ছেলেটা কুতসিত ছিলোরে,
ভেবে নিব জনম আমার স্বার্থক ছিল যে।