লাক ভেল্কি লাক
দেখ বানরের লাফ,
অভিনয় করে দেখায়
যাহা মালিক ফরমায়,
গ্রামে মাঠে উঠোনে
বানরখেলা পাই দেখতে।
ডুগডুগি বাজিয়ে আগে
দর্শক সমাগত করে
গোল করে ঘিরে
দেখতাম ঠেলাঠেলি করে
ভীড় ঠেলে দাড়িয়ে
মাথা শুধু ভিতরে।