বাগে ফেদাক অন্তরে জ্বালাক ইমানেরই আলো,
জেনে নাও ,বে-ইনসাফি কেমন করে হলো ।
ফেদাকের ইহুদিগণ ফেদাক দিলো নবীর হাতে তুলে
তবু ঠাই দাও ওগো নবী তোমার চরনে ।
সাক্ষী ইমাম হাসান ও হোসাইন ,সাক্ষী মওলা আলী
মা ফাতেমাকে দিলেন নবীজি ,বাগে ফেদাক নিজ হস্তে লিখি ।
নবীজি পর্দা নিলে,ফেদাক যায় বেদখলে ,হাদিসে তাই বলে-
আবু বকর দিতে চাইলো ওমর বাদ সাধিলো,মা ফাতেমা খালি হাতে ফিরে ।
মা ফাতেমার সেই খেজুর বাগান-নিলো যে কেড়ে,
দলিল ছিঁড়ে বলে, এটা যাবে রাস্ট্রের কোষাগারে ।
ফেদাক তারে নাহি দিলে ,ইহুদিদের করিলে বরখাস্ত
জান্নাত যার চরন তলে ,ফিরিয়ে দিলে তার দরখাস্ত।