অগ্নিশর্মা
- এস এম আসাদুর রহমান

রক্ত বর্ন চক্ষু তাহার লাল বর্ণ কপল
শ্বাস - প্রশ্বাসে উচ্চ গতি,কাঁপছে হস্ত যুগল।

কি হয়েছে কি হয়েছে ভীড় জমেছে থায়
রাগে দাঁত কড়মড়, চেহারায় অগ্নিমূর্তি, কিচ্ছু বলাই দায়।

ফিশ ফিশিয়ে বলছে সবাই, চড় মেরেছে ভাই
সে যে মোদের চেয়ারম্যান, লোকটা জানে না তাই।

বিচার - সালিসে ভিন গ্রামের অপরিচিত অনেকে বসে
উত্তেজিত পরিবেশে কে যে চড় মেরেছে কষে।

থ- মারিল, এ কি হলো, চেয়ারম্যান সাহেব কি বলে!
না না কেউ কাউরে মারেনি, যাও সবাই চলে।

বাজারে ঢুকে জগাই ঠাকুর, শুনেই মাটিতে বসে পরে
অন্য দলের লোকের কাছে মুখ দেখাবে কি করে।

তাইতো তাহার বদন অগ্নিশর্মা, অপমানে বুক চাপড়ায়,
চামচাদের কর্মে নেতার তবে মানসন্মান ডুবিয়ে যায়।